ভারতবর্ষের জলসীমা শক্তিশালী করতে কোন গোত্রের হেলিকপ্টার রয়েছে?
নিউজ ডেস্কঃ ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধের পর ভারতবর্ষ একাধিক পদক্ষেপ গ্রহন করেছিল। বিশেষ করে ভারতের জলসীমাকে শক্তিশালী করতে প্রচুর জিনিস ক্রয় করার কথা ঘোষণা করা হয়। বিশেষ করে সাবমেরিন থেকে শুরু করে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ।
আন এন এস ভিরাটের পরিবর্তে এক বিরাট যুদ্ধজাহাজ বানানোর পরিকল্পনা করা হয়। আর ঠিক সেইমত নতুন যুদ্ধজাহাজ তৈরি করার জন্য বিরাট বাজেট নির্ধারণ করা হয়েছিল।
আই এন এস ভিক্রান্ত। ভারতবর্ষের তৈরি প্রথম যুদ্ধজাহাজ। যা ২০০৪ সালে অর্ডার করা হয়েছিল কোচি শিপইয়ার্ড লিমিটেডের কাছে। যুদ্ধজাহাজটি তৈরি শুরু করা হলেও এখনও পর্যন্ত প্রায় ২৩০০০ কোটি টাকা খরচ করা হয়েছে।
২০১৪ সালে এটি ১৯৩৪১ কোটি টাকা খরচ করে, তারপরেও এর প্রোজেক্ট আঁটকে যাওয়াতে আরও ৩০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল।
যুদ্ধজাহাজটি স্কাই জাম্প ফ্যাসিলিটির রয়েছে। ৮৬০ ফুট লম্বা এবং ২০০ ফুট চওড়া যা ৪০,০০০ ম্যাট্রিক টন ওজন বহনে সক্ষম। প্রায় ১৭০০ জন নিয়ে ৫২ কিমি/ঘণ্টার গতিবেগে এটি প্রায় ১৫০০০ কিলোমিটার পথ পারি দিতে সক্ষম।
বারাক ১ এবং বারাক ৮ (সার্ফেস টু এয়ার মিসাইল অর্থাৎ ভুমি থেকে আকাশে হামলা চালাতে সক্ষম) এর প্রায় ২*৩২ সেলস থাকবে।
যুদ্ধজাহাজটি তে ৩০ থেকে ৪০ টি যুদ্ধবিমান এবং হেলিকপ্টার থাকবে। রাশিয়ার থেকে আপগ্রেডেড ২৬ টি মিগ ২৯ এবং ১০ টি হেলিকপ্টার থাকবে(ওয়েস্ট ল্যান্ড, সি কিং, হাল ধ্রুবের মতো হেলিকপ্টার থাকবে)।