কত হাজার পরমানু অস্ত্র বর্তমানে রাশিয়ার অস্ত্র ভাণ্ডারে আছে জানেন?
নিউজ ডেস্কঃ পৃথিবীর অন্যতম সেরা শক্তি যে রাশিয়া তা কমবেশি সকলেই মানে। রাশিয়া যেকোনো সময় পৃথিবীর যেকোনো দেশকে ধংস করার ক্ষমতা রাখে। কারন এখনও পর্যন্ত সবচেয়ে বেশি পরমানুশক্তি রাশিয়ার হাতেই রয়েছে। আমেরিকা তাদের চিরপ্রতিদ্বন্দ্বী হলেও পরমানু শক্তিধর রাষ্ট্র হিসাবে আমেরিকার থেকে অনেক এগিয়ে রয়েছে রাশিয়া।
১৯৪৩ সালে সোভিয়েত ইউনিয়ন তাদের প্রথম পরমানু পরিক্ষা শুরু করে এবং ১৯৪৯ সালে তাদের প্রথম পরমানু অস্ত্র পরিক্ষা করে এবং ১৯৫৩ সালে তাদের থারমোনিউক্লিয়ার পরিক্ষা হয়। এখনও পর্যন্ত বিশ্বের সবথেকে বেশি পরমানু ওয়ারহেড রাশিয়ার কাছেই রয়েছে। ৬৮০০ টি পরমানু অস্ত্র রয়েছে তাদের হাতে।
১৯৯৭ সাল অনুযায়ী তাদের হাতে প্রায় ৪০০০০ কেমিক্যাল অস্ত্র ছিল। যদিও ১৯৮৬ সালে তাদের হাতে প্রায় ৪৫০০০ পরমানু ওয়ারহেড ছিল। ১৯৪৯ থেকে ১৯৯৯ পর্যন্ত রাশিয়া প্রায় ৫৫০০০ পরমানু অস্ত্র তৈরি করেছে। এখনও পর্যন্ত পরমানু অস্ত্র হিসাব করলে আমেরিকা এবং রাশিয়ার কাছে প্রায় ১৩,৮৬৫ টি এই মারণাস্ত্র রয়েছে। অর্থাৎ সারা পৃথিবীর ৯০ শতাংশ পরমানু অস্ত্র রয়েছে আমেরিকা এবং রাশিয়ার কাছে।