যুদ্ধাস্ত্র বিক্রি করে মুনাফা বৃদ্ধির চিন্তা কেন্দ্রের
নিউজ ডেস্কঃ “ফুল ট্র্যান্সফার অ্যান্ড টেকনোলোজি” তে বিদেশ থেকে বেশ কিছু অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ক্রয় করছে সেনাবাহিনী। অর্থাৎ দেশের মাটিতেই তৈরি হচ্ছে একের পর এক যুদ্ধাস্ত্র। পাশাপাশি ভবিষ্যতে ভারতবর্ষের মাটিতে এবং দেশীয় টেকনোলোজিতে প্রস্তুত হতে চলেছে একাধিক অস্ত্র। বিশেষ করে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান থেকে শুরু করে অত্যাধুনিক যুদ্ধবিমানের ইঞ্জিন, মিসাইল, রেডারের মতো জিনিস। জিনিস গুলি দেশের মাটিতে তৈরি হলে শুধু যে ভারতের সেনাবাহিনীর জন্য লাভদায়ক হবে তাই নয় পাশাপাশি এই যুদ্ধাস্ত্র গুলি বিদেশে বিক্রি করে ভারতবর্ষের প্রচুর মুনাফা আসবে। ইতিমধ্যে সেনাবাহিনীর বহু অস্ত্র প্রচুর দেশ ক্রয় করতে চাইছে।
ভারতের বন্ধু রাষ্ট্র গুলিকে ব্যটেল প্রুভেন পিনাকা মাল্টিব্যরেল রকেট লঞ্চার মিসাইল রপ্তানির অনুমোদন দিল ভারতের ডিফেন্স মিনিস্ট্রি। ৪৮কিমি রেঞ্জের পিনাকা মার্ক-১ বিদেশে রপ্তানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ভারতে প্রতিবছর ৫০০০ করে পিনাকা রকেট আর্টিলারি তৈরির লক্ষমাত্রা নিয়েছে। L&T, Godrej & Boyce, Solar Industries & TATA এর মত বেশ কিছু কোম্পানি একযোগে বর্তমানে এই পিনাকা রকেট আর্টিলারি তৈরি করছে।