যুদ্ধবিমান তৈরি করার সমস্ত কিছুই রয়েছে ভারতবর্ষে। সমস্যা কোথায়?
নিউজ ডেস্কঃ ভবিষ্যতে যে ভারতবর্ষ বিদেশের প্রচুর দেশকে যুদ্ধবিমান থেকে শুরু করে একাধিক অত্যাধুনিক যুদ্ধাস্ত্র বিক্রি করবে তা বলাই বাহুল্য। আর সেই কারনে প্রচুর পরিমানে টেকনোলোজি দেশের মাটিতেই তৈরি করা হচ্ছে। বিশেষ করে যুদ্ধবিমান তৈরি করার সমস্ত কিছুই ভারতবর্ষ এখনও পর্যন্ত রপ্ত করেছে শুধু মাত্র ইঞ্জিন তৈরি করা ছাড়া।
এসা রেডারঃ উত্তম
রেডার ওয়ার্নিং রিসিভারঃ ধ্রুতি ডিআর-১১৮
মিসাইল ওয়ার্নিং সিস্টেমঃ ডিআরডিও এর তৈরি ডুয়েল কালার মাওস। (MAWS)
ককপিটঃ ARDC এর তৈরি ককপিট
ডাটা লিংকঃ স্যটকম ও লাইন অফ সাইট
ডাটা লিংকঃ ডিআরডিও ডাটা লিংক মার্ক-১২ মোড ৪
সফ্টওয়্যার ডিফাইন্ড রেডিওঃ BEL SDR
লাইন অফ রিপ্লেসেবেল ইউনিটঃ ADA ও হ্যল যৌথ নির্মিত
মিশন কম্পিউটারঃ বর্তমানে পৃথিবীর অন্যতম বড় মিশন কম্পিউটির বা ডিজিটাল ফ্লাইট কন্ট্রোল কম্পিউটার নির্মাতা।
ফ্লাই বাই অয়ারঃ আডার তৈরি ডিজিটাল এফবিডব্লু।
ডিকয়ঃ ডিআরডিও এর তৈরি Flare Chaff Dispenser (F.C.D)
হেড আপ ডিসপ্লেঃ Central Scientific Instruments Organisation (CSIO) এর তৈরি হেড আপ ডিসপ্লে।
আর্মামেন্টসঃ
বিভিআরঃ অস্ত্র
এয়ার টু এয়ার মিসাইলঃ অস্ত্র আইআর (ডেভেলপমেন্ট স্টেজ)
এ্যন্টি রেডিয়েশান মিসাইলঃ রুদ্রম
এয়ার টু গ্রাউন্ড আনগাইডেডঃ HSLD
এয়ার টু গ্রাউন্ড গাইডেড/গ্লাইডেডঃ DRDO SAAW, GAURAV, GARUTHMA
এ্যন্টি শিপঃ ব্রাহ্মোস ও অন্যান্য এ্যন্টি শিপ মিসাইল আন্ডার ডেভেলপমেন্ট।
সাপোর্ট
এ্যওয়াক্সঃ নেত্রা
গ্রাউন্ড রেডারঃ অরুধ্রা, অশ্বিনি, রোহিনী ইত্যাদিস্যাটেলাইটঃ জিস্যাট ৭এ কমিউনিকেশান ও কার্টোস্যাট ও রিস্যাট আর্থ অবজার্ভেশানের জন্য।