অ্যামেরিকা

বরফের মতো দেশে যেভাবে ল্যান্ড করতে পারে যুদ্ধবিমান? দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ পরবর্তী প্রজন্মের যুদ্ধবিমান গুলির ক্ষমতা কতোটা অত্যাধুনিক হতে চলেছে তা এখনও কারও কাছে স্পষ্ট নয়। তবে আমেরিকা বা রাশিয়ার মতো দেশ কতোটা আধুনিক বা তারা কি ধরনের প্রোজেক্ট সামনে নিয়ে আসতে চলেছে তা তাদের দেশের তৈরি  ছবি গুলিতে কমবেশি আভাস পাওয়া যায়। 

আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ক্ষমতা তা তারা যতটা সামনে নিয়ে এসেছে তততাই বিশ্ববাসী জানে, বাকি ক্ষমতা সম্পর্কে এখনও কারও ধারনা হয়নি। কারন আমেরিকার কাছে কি কি টেকনোলোজি রয়েছে তা এখনও অনেকটাই গোপন। ঠিক তেমনই একটা ব্যাপার হল যুদ্ধবিমানকে রানওয়ে ছাড়া টেকঅফ এবং ল্যান্ডিং। অর্থাৎ বরফের স্তুপের মতো স্থানে তারা তাদের বিমান গুলিকে টেকঅফ এবং ল্যান্ডিং করতে পারবে এই ধরনের টেকনোলজি তাদের হাতে রয়েছে বা আসতে চলেছে তা কিছুটা স্পষ্ট। তবে তা এফ ৩৫ এর মতো ভার্টিক্যাল টেকঅফ এবং ল্যান্ডিং নয়, সাধারন ভাবেই এটি করতে সক্ষম হবে তাদের যুদ্ধবিমান গুলি।

Leave a Reply

Your email address will not be published.