অ্যামেরিকা

শেষ ৪ দশকে আমেরিকার কোন ক্লাসের যুদ্ধবিমান সবথেকে বেশী ধ্বংস হয়েছে?

নিউজ ডেস্কঃ আমেরিকা যুদ্ধবিমান গুলি যে বিশ্বমানের তা একাধিকবার প্রমান হয়েছে। আর সেই কারনে তারা প্রচুর যুদ্ধবিমান বিক্রি করেছে। আজও তাদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ক্রয় করার জন্য মূকীয়ে আছে প্রচুর দেশ। তবে জানেন কি আমেরিকার এফ সিরিজের যুদ্ধবিমান বিরাট পরিমাণে বিক্রি হলেও প্রচুর পরিমাণে ধ্বংস হয়েছে।

আমেরিকান F -15 ও F-16 এর ক্রাশ রেকর্ড

McDonnell Douglas F-15 Eagle –

1976 সালে আমেরিকান এয়ার ফোর্সে যুক্ত হয় এই যুদ্ধবিমান। 1976 থেকে 2016 পর্যন্ত 175 টি F-15 ক্রাশ করেছে। তাছাড়াও ১৮ জুন ২০১৮ নাগাদ ১ টি এবং 10 june,2020 তে 1 টি F -15 ক্রাশ করেছে। সর্বমোট 175+2 =177 টি ধ্বংস হয়েছে। উল্লেখ air-to-air combat এ কোন F-15 ক্রাশ করেনি। সবগুলো non combat অবস্থায় ক্রাশ করেছে।

General Dynamics F-16 Fighting Falcon

১৯৭৮ সালে US Air force এ যুক্ত হয়। 1978 থেকে 2020 পর্যন্ত মোট 670 টি F 16 combat ও non- combat অবস্থায় ক্রাশ করে।কেন ৪০ বছর ধরে ৬০০ র উপর যুদ্ধবিমান ধ্বংস হয়েছে আমেরিকার?

Leave a Reply

Your email address will not be published.