ভারত

পাকিস্তানের জঙ্গি ঘাটি ওড়াতে কি করেছিল ভারতবর্ষ? রইল ভিডিও

নিউজ ডেস্কঃ বালাকোট এয়ার স্ট্রাইকে যে পাকিস্তানের ভীত নড়িয়ে দিয়েছিল ভারতবর্ষ তা বলাই বাহুল্য। ভারতের হাতে একাধিক যুদ্ধবিমান থাকতেও ফ্রান্সের মিরাজ ২০০০ দিয়ে পাকিস্তানের রাতের ঘুম কেড়ে নেয়। এতো পুরনো যুদ্ধবিমান গুলি এখনও যেরকম স্বমহিমায় সার্ভিস দিয়েছে তা বলাই বাহুল্য।

তবে এই এয়ারস্ট্রাইক এতোটা সহজ ছিলনা যতটা মানুষ শুনেছে বা জানানো হয়েছে। কারন সেইসময় মাঝ আকাশে একাধিক বাঁধার সম্মুখীন হতে হয়েছিল ভারতের পাইলটদের। পাকিস্তানের এয়ারডিফেন্স সিস্টেম সহ তাদের যুদ্ধবিমান গুলি আক্রমণ করতে এগিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published.