এস ৪০০ পরিচালনা করতে কত জন অফিসারকে ট্রেনিং দেওয়া হয়েছে জানেন?
নিউজ ডেস্কঃ রাশিয়ার থেকে এয়ার ডিফেন্স সিস্টেম পেয়েছে ভারতবর্ষ। আর এই ডিফেন্স সিস্টেম পেলে ভারতের আকাশ দুর্ভেদ্য হয়ে উঠবে। শত্রু পক্ষের ছোটোখাটো কোনও মিসাইল বা এয়ার একটিভিটিকে সেকেন্ডের মধ্যেই ধ্বংস করে দেবে এই সিস্টেম। বিশেষ করে চীন এবং পাকিস্তানের বিরুদ্ধে লড়তে এক বিরাট সুবিধা পাবে সেনাবাহিনী। আর সেই কারনে দ্রুত প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী।
S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সংক্রান্ত প্রশিক্ষণের জন্য ১০০ জন অফিসার রাশিয়ায় ট্রেনিং নিয়েছে। রাশিয়া ভারতের অর্ডার করা ৫ রেজিমেন্ট S-400 মিসাইল সিস্টেমের দুটি রেজিমেন্ট ইতিমধ্যে ডেলিভারী পেয়েছে ভারতবর্ষ।