ভারত

সামুদ্রিক বানিজ্যে চীনকে চাপে রাখতে কি প্ল্যান ভারতবর্ষের?

নিউজ ডেস্কঃ চীনের সাথে ভারতের সামরিক অশান্তি যে বিশ্ব রাজনীতিতে এক বিরাট প্রভাব ফেলবে তা বলাই বাহুল্য। আর সেই কারনে ইতিমধ্যে বিশ্ব রাজনীতিতে একাধিক সমীকরণ বদলেছে। লাদাখের অশান্তির পেছনে যে অজানা অনেক কারন আছে তা ইতিমধ্যে কিছু প্রকাশ পেয়েছে। তবে চীনকে যে ভারত জলপথে যেকোনো মুহূর্তে আটকাতে পারে তা বিলক্ষন জানে চীন। আর সেই কারনে একাধিক সমঝোতা করছে তা একাধিক দেশের সাথে।

স্ট্রেইট অফ মালাক্কা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট যেখান দিয়ে সামুদ্রিক বানিজ্যর বিশাল একটি অংশ পরিচালিত হয়। চীনের বিরুদ্ধে এখানে ভারতীয় নৌসেনার ফ্রন্টলাইন যুদ্ধজাহাজ গুলি মোতায়েন করা হয়। যার জন্য চীন এই মালাক্কা প্রনালী কে এরিয়ে থাইল্যান্ড দিয়ে একটি বাইপাস ক্যানেল করতে চেয়েছিল যা ভারত মহাসাগর ও দক্ষিণ চীন সাগর কে যুক্ত করবে যার ফলে চীনের নেভির পক্ষে দারুন সুবিধা হবে ভারত মহাসাগর ও আন্দামান সাগরে প্রবেশ করা।  এর নাম ছিল ক্যরা ক্যনেল। তবে কিছুদিন আগেই কোন অজানা কারনে থাইল্যান্ড সরকার চীনের সাথে এই প্রজেক্ট বাতিল করেছে।

তবে থাইল্যান্ড সরকার জানিয়েছে বর্তমানে এই ক্যরা ক্যনেল নির্মান এর জন্য তাদের সাথে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়ার সাথে কথা চলছে। ১৩৫ কিলোমিটার দীর্ঘ এই ক্যানেল প্রজেক্ট যতদূর সম্ভব ভারত, আমেরিকা ও অস্ট্রেলিয়া যৌথভাবে করতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published.