রাশিয়া

রাশিয়ান যে মিসাইল গুলিই গোটা পৃথিবীর চিন্তার কারন। মিসাইল গুলির নাম এবং রেঞ্জ জানলে অবাক হবেন

নিউজ ডেস্কঃ ডগ ফাইটে যেকোনো দেশের জেতা বা হারা নির্ভর করে অনেকটা সেই দেশের বিমানের সাথে থাকা মিসাইলের পর। আসলে মিসাইলের গতিবেগ, ক্ষমতা, রেঞ্জ সবকিছুই নির্ভর করে তার উপর। বিভিআর অর্থাৎ বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ। মিসাইল গুলির একাধিক ভার্সন রয়েছে সারা পৃথিবীতে। তবে রাশিয়ার হাতে থাকা R-77 তাদের মধ্যে অন্যতম। 

রাশিয়ার তৈরী একটি অ্যাক্টিভ রাডার হোমিং এয়ার টু এয়ার মিসাইল হল Vympel NPO R-77। বিশেষ এই মিসাইলটি একসাথে অনেক গুলি হুমকিকে একবারে ধ্বংস করার ক্ষমতা রাখে বিশেষ করে এর ফায়ার অ্যান্ড ফরগেট ক্ষমতা। এর অন‍্য একটি ভার্ষনে অ্যাক্টিভ রাডার হোমিং এর পরিবর্তে ইনফ্রারেড এবং প‍্যাসিভ রাডার সিকার লাগানো হয়েছে। R-77 তিন ধরনের মিসাইল আছে যার মধ্যে R 77 RVV যার রেঞ্জ ৮০ কিমি  R77-1- RVV রেঞ্জ ১১০ কিমি এবং  R77M মিসাইলের রেঞ্জ ১৯৩ কিমি। এর সর্বোচ্চ গতিবেগ ৫৮০০ কিমি/ঘণ্টা এবং এটিকে ১৬০০০ থেকে শুরু করে ৮২০০০ ফুট পর্যন্ত উচ্চতা থেকে ব‍্যাবহার করা যায়।

এই মিসাইলটি একটি কনট্রোল সারফেসের সাথে ডিজাইন করা হয়েছে। রাশিয়ার এই মিসাইলটি লঞ্চিং এর পর এটি এর ইন্টারনাল নেভীগেশন সিস্টেমের ওপর নির্ভর করে টার্গেটের দিকে এগিয়ে যায়, পাশাপাশি এটি যুদ্ধবিমানের রাডার সেন্সর থেকেও নিয়মিত আপডেট পেতে থাকে। টার্গেট থেকে ২০ কিমি দুরে R-77 এর  রাডার হোমিং অ্যাক্টিভ হয় এবং মিসাইলকে গাইড করা শুরু করে। 

R-77 এর একাধিক এনগেজমেন্ট ক্ষমতা এবং এর কাউন্টারমেজার ক্ষমতা থাকার জন্য এটিকে পৃথিবীর অন্যতম বিধ্বংসী মিসাইল বলা হয়ে থাকে। 

রাশিয়ার এই বিশেষ এই মিসাইল ২২.৫ কেজির মাল্টিশেপ চার্জ রড টাইপ ওয়ারহেড বহন করে। এটি একটি রেডিও কারেক্টেড নেভিগেশন সিস্টেম ইনিশিয়াল ফেজে মিসাইলকে গাইড করে। পাশাপাশি মাল্টি ফাংশন ডপলার মনোপালস এক্টিভ রাডার সিকার মিসাইলকে টার্মিনাল ফেজে গাইড করে। 

R-77P  মিসাইলটি 9B-1032 এক্স ব‍্যান্ড অ্যান্টি রেডিয়েশন সিকার ব‍্যাবহার করে , ফলে এটিকে এন্টি রেডিয়েশন মিসাইল রূপেও ব‍্যাবহার করা যেতে পারে। 

R-77 বর্তমানে একটি অন‍্যতম বিধ্বংসী BVR মিসাইল । মিগ এবং সুখোই যুদ্ধবিমানের প্রায় প্রতিটি ভার্ষনেই এই R-77 বিরাটভাবে ব‍্যাবহার করা হয়েছে ।

Leave a Reply

Your email address will not be published.