পৃথিবীর কোন দেশ ষষ্ঠ প্রজন্মের সুপার ক্যারিয়ার তৈরি করছে?
নিউজ ডেস্কঃ ফ্রান্সের সাথে ভারতের বন্ধুত্ব ক্রমেই বেড়েই চলেছে। আর সেই কারনে একাধিকভাবে উপকার হচ্ছে দুই দেশেরই। ফ্রান্সের সাথে একাধিক প্রোজেক্টের কাজ এগোনর কথা ভারতীয় সেনার। তবে ভবিষ্যতে ফ্রান্স এবং ভারতের নৌবাহিনী পৃথিবীর অন্যতম সেরা নৌবাহিনী হতে চলেছে তা বলাই বাহুল্য।
ফরাসী সরকার তাদের পরবর্তী প্রজন্মের যুদ্ধজাহাজ তৈরী করার কথা ঘোষণা করেছে ইতিমধ্যে। যা তিনশ মিটার লম্বা এবং পচাত্তর হাজার টন ওজনের এটি একটি সুপার ক্যারিয়ার হতে চলেছে। চল্লিশটির ওপরের ষষ্ঠ/পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান বহণ করবে পাশাপাশি রোটারি ক্রাফ্ট, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল বহণ করতে পারবে। ফ্রান্সের সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে এই সুপার ক্যারিয়ার ২০৩৮ এ ফরাসী নৌবাহীনির একটি বিরাট অংশ হবে।