ভারতবর্ষকে অত্যাধুনিক অস্ত্র দিতে নারাজ আমেরিকা!
নিউজ ডেস্কঃ আমেরিকার থেকে অত্যাধুনিক ড্রোন ক্রয় করার ব্যাপারে ভারতবর্ষের সাথে চুক্তি হওয়ার পথে। তবে এখনও পর্যন্ত এই চুক্তি সম্পন্ন বিশেষ কিছু কারন বশত।
আমেরিকার থেকে ভারতবর্ষের ৩০ টি অত্যাধুনিক ড্রোন ক্রয় করার কথা। আর ৩০ টি ড্রোন ক্রয় করতে প্রায় ৩ বিলিয়ন ডলার খরচ হতে চলেছে তবে যুদ্ধাস্ত্র সমেত অর্থাৎ বুঝতেই পারছেন যে এক একটি ড্রোনের দাম ১০০ মিলিয়ন ডলার। তবে ভারত চাইছে এই ড্রোন গুলিকে লাইসেন্স নিয়ে মেক ইন ইন্ডিয়া নীতিতে ভারতবর্ষের মাটিতে তৈরি করা। এর ফলে ভবিষ্যতে এই ড্রোন ক্রয় করতে গেলে দাম অনেকটা কম পরবে। আর এর ফলেই হয়েছে সমস্যা। চুক্তি সক্ষর হয়নি এর ফলে তবে দুই দেশের মধ্যে আলোচনা চলছে।
ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর এই ব্যাপারে কথা চালালেও একটি কথা খুব পরিস্কার যে মাত্র ৩০ টি ড্রোন ক্রয় করার ফলে আমেরিকা ভারতবর্ষকে টেকনোলোজি দেওয়া খুবই চাপের ব্যাপার এমনটাই মত সামরিক বিশেষজ্ঞদের একাংশের। অন্যদিকে আবার ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার থেকে যুদ্ধাস্ত্র ক্রয় করছে ফলে আমেরিকা ভারতবর্ষকে এই অত্যাধুনিক টেকনোলোজি দিতে কিছুটা হলেও অস্বস্তিতে রয়েছে বলে আন্তর্জাতিক মহলের মত।