চীনের আগ্রাসনের বিরুদ্ধে কোথায় কোথায় এয়ার ডিফেন্স সিস্টেম ইন্সটল করা আছে জানেন?
নিউজ ডেস্কঃ চীন, ভারত উত্তেজনা বেশ কিছুটা কমেছে। দু পক্ষই সীমানা থেকে সেনা সরিয়ে নিয়ে এসেছে।
তবে চীন সীমান্তে ক্রমশ বাড়ছে চীনের এয়ার এ্যক্টিভিটি। হোতান, গার্গুন্সা, কাশঘড়, হপিং, লিনঝির মত এয়ার বেস গুলিতে হার্ড হ্যঙ্গার শেল্টার ও বিভিন্ন পরিকাঠামো, রানওয়ে বৃদ্ধি করার মত কাজ চোখে পড়ছে ইতিমধ্যে। হেলিকপটার ও ফাইটার জেটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। জোড় পাল্লায় চলছে ভারতের রণ প্রস্তুতিও ।
চীনের আগ্রাসন আটকাতে বিশেষ করে হেলিকপটার ও ফাইটার জেটের এয়ারস্পেশ ভায়োলেশান হতে পারে। অগ্রিম প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতও। পাহাড়ের উচ্চতম এলাকা গুলোতে ইগলা ম্যনপ্যডের সাথে ডেপ্লয় করা আছে। যেকোনো এয়ার এ্যক্টিভিটি হলে শুট ডাউন করবে ম্যনপ্যডের সাহায্যে।