ইসলামিক জঙ্গী গোষ্ঠী গুলির বিরুদ্ধে লড়তে ভারতবর্ষকে সাপোর্ট দিতে পারে কোন দেশ?
নিউজ ডেস্কঃ ফ্রান্স যে ভারতের বন্ধু রাষ্ট্র তা এখন কমবেশি সকল দেশেরই জানা। ফ্রান্সের থেকে মিরাজের মতো যুদ্ধবিমান ক্রয় করার পর থেকেই ফ্রান্সের সাথে ভারতের সম্পর্ক যথেষ্ট বন্ধুত্বপূর্ণ। বর্তমান কালে রাফালের হাতে আসার পর ফ্রান্সের সাথে আরও ভালো হয়েছে ভারতের সম্পর্ক।
ভারতের রাফালের জন্য প্রথম হ্যমার গাইডেড যুদ্ধাস্ত্র ডেলিভারি পেয়েছে ভারত ফ্রান্স থেকে। মনে করা হচ্ছে চীনের বিরুদ্ধে ভারতের যে শক্ত অবস্থান তাতে চীন যখন তখন একটি মিস এ্যডভেঞ্চার করতে পারে। তাই ভারত দ্রুত এই হ্যমার ডেলিভারি পাচ্ছে। এমনিতেও সম্প্রতি কট্টর ইসলামিক জঙ্গী গষ্ঠির বিরুদ্ধে ফ্রান্স যে লড়াই চালাচ্ছে তার সাপোর্ট ভারত যেভাবে দাড়িয়েছে তাতে খুব খুশি প্যরিস।
এগুলির রেঞ্জ ভ্যরিয়েন্ট অনুযায়ী ২০-৭০কিমির মত। লাদাখের টেরেইম, মাউন্টেইন এলাকাতে যদি চীন বাঙ্কার গুলি নিয়ে এসে উপদ্রব করার চেষ্টা করে তাহলে যখন তখন ধ্বংস করে দিতে পারে এই যুদ্ধাস্ত্র।