ইসরায়েল এবং ভারতবর্ষের বন্ধুত্ব এতো গভীর হওয়ার পেছনে কি কারন রয়েছে?
নিউজ ডেস্কঃ পৃথিবীর বাকি দেশ গুলির থেকে ইসরায়েল যে কয়েক কদম এগিয়ে থাকে তা বলাই বাহুল্য। কারন তাদের প্রতি মুহূর্তে বাঁধা বিপত্তি। প্রতিনিয়ত শত্রুপক্ষের হামলার মুখোমুখি করতে হয় আর সেই কারনে নতুন এবং অত্যাধুনিক অস্ত্র তারা তৈরি করতে থাকে ইসরায়েল। এবং সবথেকে বড় ব্যাপার হল ভারতবর্ষের সাথে এই ইহুদী রাষ্ট্রের বন্ধুত্ব অনেকদিনের। আর সেই কারনে ভারতবর্ষকে তারা একের পর এক যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করে থাকে।
“সিব্রেকার” এ্যন্টি শিপ ক্রুজ মিসাইল। অত্যাধুনিক অ্যান্টি শিপ ক্রু মিসাইল ভারতবর্ষের মাটিতেই তৈরি হতে পারে ইসরায়েলের কারনে। ৩০০ কিমি রেঞ্জের এক মিসাইল সিস্টেম পেতে চলেছে ভারত। পঞ্চম প্রজন্মের এই ক্রুজ মিসাইলটিতে স্টেল্থ ফিচার, অসাধারণ Digital Scene Matching Area Correlator (DSMAC) প্রযুক্তি রয়েছে। কি এই DSMAC প্রযুক্তি? আসলে এটি বালাকোটে ব্যবহার করা বোম্ব spice 2000 এ ব্যবহার করা হয়েছিল। এটির কাজ করার পদ্ধতি অসাধারন। এটিতে টার্গেট লোকেশানের কাগজ লোড করার পর এটি নিজেই টার্গেট খুঁজে নির্দিষ্ট স্থানে গিয়ে হিট করে দেবে।
পঞ্চম প্রজন্মের স্টেলথ অ্যান্টি শিপ মিসাইল স্পাইস বোম্বের উপর নির্ভর করেই তৈরি করা হয়েছে। হাই সাবসনিক স্পিডের পাশাপাশি এটিতে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার করা হয়েছে যা স্বয়ন্ত্রিতভাবে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি অপ্টিকাল সিকার আছে যা রিয়েল টাইম ডাটা ট্রিন্সমিশান করতে পারে বলে মনে করা হচ্ছে।
সবথেকে বড় ব্যাপার হল এই যে ইসরায়েলের রাফায়েল ইন্ডাস্ট্রি এটিকে ভারতবর্ষে তৈরি করার অফার দিতে পারে। এরকম অফার দিলে ভারতবর্ষের জন্য যে এক বিরাট ভালো খবর তা আর বলার অপেক্ষা রাখেনা। বলা বাহুল্য যে এই মিসাইল ভারতবর্ষের তৈরি হলে এক বিরাট সুবিধা পাবে সেনাবাহিনী। কারন ভারতবর্ষের হাতে ব্রহ্মসের মতো মিসাইল থাকলেও এটি বিরাট কাজ করবে। কারন এটি একটি স্মার্ট যুদ্ধাস্ত্র। ব্রহ্মস ডেডলি অয়েপন ভারতের তবে শুধু ব্রহ্মসের উপর নির্ভর না করে যদি ভারতবর্ষের কোরা ক্লাস কর্ভেট, দিল্লী ক্লাস ডেস্ট্রয়ার অর্থাৎ যেগুলো পুরানো রাশিয়ান Kh-35 ক্রুজ মিসাইল বহন করছে সেগুলোকে এই SeaBreaker দিয়ে রিপ্লেস করা যেতে পারে।