ইসরায়েলের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেমের কত গুলি মিসাইল মোতায়েন ভারতবর্ষের যুদ্ধজাহাজে?
নিউজ ডেস্কঃ আই এন এস ভিক্রান্ত ভারতবর্ষের ক্ষমতা বাড়বে তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই দেশীয় যুদ্ধজাহাজে মোতায়েন করেছে বিশেষ কিছু বিধ্বংসী মিসাইল সিস্টেম। বিশেষ করে ইসরায়েলের তৈরি ডিফেন্স সিস্টেম যে যেকোনো দেশের ঘুম ওড়াতে পারে তা বলাই বাহুল্য।
আইএনএস ভিক্রান্তে যুদ্ধাস্ত্র হিসাবে থাকছে
১) ইসরায়েলের ৬৪ টি বারাক-৮ মিসাইল, যা পাকিস্তান এবং চীনের CM 400 AKG অ্যান্টিশিপ মিসাইল কে ইন্টারসেপ্ট করতে সক্ষম।
২) ইটালিয়ান ডিফেন্স কোম্পানি Oto Melara এর তৈরি ৪ টি ৭৬ mm ক্যানন। BHEL লাইসেন্স নিয়ে এগুলি ভারতে তৈরি করে তারপর ই ইন্সটল করা হয়েছে।
৩) ৪ টি AK-630 CIWS
মোট ৩৬ থেকে ৪০ মতো যুদ্ধবিমান এতে মোতায়েন থাকতে চলেছে, যার মধ্যে যুদ্ধবিমান থাকবে ২ টি এবং ১০-১৪ টি হেলিকপ্টার। যুদ্ধবিমান হিসাবে ফ্রান্সের রাফালে আসছে। হেলিকপ্তার হিসাবে রাশিয়ার Ka-31 থাকার কথা থাকলেও সেই চুক্তি এখনও হয় নি সুতরাং MH-60R থাকার সম্ভবা রয়েছে।