ভারত

ব্রহ্মস মিসাইল ছাড়া শত্রুপক্ষের ভীত নাড়াতে পারে ভারতবর্ষের যে মিসাইল

নিউজ ডেস্কঃ চিন-পাকিস্তানকে ভারত যেকোনো মুহূর্তে তা বেশ ভালো করেই জানেন দুই দেশের সেনাবাহিনীর শীর্ষ কর্তারা। ব্রহ্মস মিসাইল ছাড়া ভারতবর্ষের হাতে বেশ কিছু বিধ্বংসী মিসাইল রয়েছে যা যেকোনো মুহূর্তে শত্রুপক্ষের ভীত নারিয়ে দিতে পারে।

সূর্য মিসাইল (Surya missile)। ভারতের সিক্রেট প্লানে তৈরি করা এই কন্টিনেন্টাল মিসাইলের রেঞ্জ প্রায় ১০ হাজার থেকে ১২ হাজার কিলোমিটার। যুদ্ধকালীন পরিস্থিতিতে একসঙ্গে একাধিক পারমাণবিক হাতিয়ার নিয়ে যেতে সক্ষম এই বিধ্বংসী মিসাইল। পাশাপাশি এই মিসাইল এতোটাই ক্ষমতা সম্পন্ন যে একসঙ্গে একাধিক দেশ অথবা একটি দেশের একাধিক এলাকাকে একত্রে ধূলিস্মাত করে দিতে পারে। সবথেকে আশ্চর্যের বিষয় হল, এই যে এই মিসাইল দিয়ে মাত্র ১ মিনিটেই ৬ টি দেশকে ধ্বংস করা যাবে। তবে এই বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন মিসাইলের উদ্দ্যেশ্য হল দেশের সুরক্ষা করা।

Leave a Reply

Your email address will not be published.