নৌসেনার স্পেশাল যুদ্ধবিমান কোন প্রজন্মের জানা আছে?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে একের পর এক যুদ্ধবিমান আসছে। বিশেষ করে কিছুদিনের মধ্যে সেনাবাহিনীর হাতে প্রচুর পরিমানে দেশীয় যুদ্ধবিমান আসবে। শুধু ভারতের বায়ুসেনা নয়, পাশাপাশি নৌসেনার কাছেও প্রচুর পরিমানে দেশীয় যুদ্ধবিমান থাকতে চলেছে। তবে এতদিন ধরে সকলের মাথায় একটাই প্রশ্ন ছিল যে দেশীয় যুদ্ধবিমান সার্ভিসে আসলেও কি ধরনের অস্ত্র থাকবে?
ডিআরডিও এর ডেকবেসড দুই ইন্জিন বিশিষ্ট যুদ্ধবিমান TEDBF এর পুরো যুদ্ধাস্ত্রের প্যাকেজ
১) দুটি অস্ত্র মার্ক-১ বিভিআর, রেঞ্জ ১১০ কিমি। তবে ভবিষ্যতে অস্ত্র মার্ক-৩ /SFDR ইনস্টল করা হবে যার ফলে রেঞ্জ আরও বাড়তে চলেছে, সেক্ষেত্রে তা বেড়ে ৩০০ কিমি পর্যন্ত হবে বলে আশা করা হচ্ছে।
২) দুটি NGCCM বা পরবর্তী প্রজন্মের ক্লোজ কমব্যাট মিসাইল। বর্তমানে ডিআরডিও এই প্রজেক্টে কাজ করছে, এটি সম্পূর্ণ হতে প্রায় ৭ বছর সময় লেগে যাবে। যখন TEDBF সার্ভিসে আসবে তার আগেই এটি তৈরি হয়ে যাবে।
৩) একটি রুদ্রম এম২ এয়ার টু সারফেস অ্যান্টি রেডিয়েশন মিসাইল। যার রেঞ্জ হতে চলেছে প্রায় ১৫০ কিমি।
৪) ১টি রুদ্রম-১ অ্যান্টি রেডিয়েশন মিসাইল। তবে ডিআরডিও রুদ্রম ২ ও ৩ প্রজেক্টেও কাজ করছে।
৫) দুটি হারপুন অ্যান্টিশিপ মিসাইল।
পাশাপাশি দুটি ড্রপ ট্যাংক ও রয়েছে। সেক্ষেত্রে ভবিষ্যতে ব্রাহ্মস এনজি ও ইনস্টল করা হতে চলেছে।