আমেরিকার যুদ্ধবিমান দিয়ে আমেরিকাকেই আক্রমন করার ছক। রইল ভিডিও
নিউজ ডেস্কঃ আমেরিকার সাথে সম্প্রতি ইরানের সম্পর্ক আদায় কাঁচকলায়। অর্থাৎ দুই দেশের সম্পর্ক আজ তলানিতে এসে ঠেকেছে। কিন্তু অনেকেই জানেনা যে একটা সময় এই দুই দেশের সক্ষতা কোন মাত্রায় ছিল। এখনও কিছুটা আভাস পাওয়া যায় ইরানের বায়ুসেনার যুদ্ধবিমান গুলির দিকে তাকালে। তাদের যুদ্ধবিমান গুলির বেশিরভাগ আমেরিকার থেকে ক্রয় করা। অর্থাৎ এখনও তাদের বিমানবাহিনীতে যা যুদ্ধবিমান আছে তার ৫০ শতাংশের উপর যুদ্ধবিমান আমেরিকার থেকে ক্রয় করা।
তবে শুধু আমেরিকা নয়, রাশিয়া, ফ্রান্সের মতো দেশের বিধ্বংসী যুদ্ধবিমান গুলিও তাদের দেশের বিমানবাহিনীতে দেখা যায়। যেমন ফ্রানের মিরাজ ২ থেকে শুরু করে রাশিয়ার মিগ ২৯ এর মতো যুদ্ধবিমান রয়েছে তাদের বিমানবাহিনীর সার্ভিসে। তবে তাদের বায়ুসেনার বহরে প্রচুর পরিমাণে আমেরিকার যুদ্ধবিমান একটিভ। এবং একটা কথা স্পষ্ট যে কোনওসময়য় যুদ্ধ বাঁধলে আমেরিকার বিরুদ্ধে তারা আমেরিকার যুদ্ধবিমান ব্যবহার করবে। কিন্তু একটা কথা ভেবে দেখুন যে এই দুই দেশের সম্পর্ক নেই বহু বছর ধরে। কিন্তু আজও ইরানের বিমানবহরে আমেরিকার যুদ্ধবিমান গুলি একটিভ রয়েছে। অর্থাৎ আমেরিকার যুদ্ধবিমান গুলির স্পেয়ার পার্টস কত ভালো মানের তৈরি করে।