ভারত

আই এন এস ভিক্রমাদিত্যকে কেন সমীহ করে চীন, পাকিস্তান? দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ দেশীয় প্রযুক্তির তৈরি আই এন এস ভিক্রান্ত নৌবাহিনীতে। সি ট্রায়াল সম্পূর্ণ শেষে ভারতীয় নৌসেনাতে রয়েছে এই যুদ্ধজাহাজ। ভিক্তান্ত আসার পর ভারতীয় নৌবাহিনীতে একই সাথে দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার একটিভ রয়েছে। বর্তমানে ভারতীয় নৌসেনাতে একটিভ রয়েছে আই এন এস ভিক্রামাদিত্য ও।

২০০৪ সালে সার্ভিসে আসে এই যুদ্ধজাহাজ। তবে ভারতের সেনাবাহিনীর হাতে আসে ২০১৩ সালে। ৯৩২ ফুট লম্বা এবং ২০০ ফুট চওড়া এই যুদ্ধজাহাজটি ৪৫০০০ টন ওজন বহনে সক্ষম। ১০০ জন অফিসার এবং ১৫০০ জন নাবিক নিয়ে টানা ৪৫ দিন জলে কাটাতে পারে। সার্ফেস টু এয়ার মিসাইল বারাক ১, ২ সহ, নৌবাহিনীর মিগ ২৯ যুদ্ধবিমান, কামভ হেলিকপ্টার, হাল চেতাক এবং হাল ধ্রুভের মতো হেলিকপ্টার একটিভ রয়েছে এখানে।

Leave a Reply

Your email address will not be published.