ভারতবর্ষের হাতে আসা ফ্রান্সের রাফালে ৮০ বছর আগেই সার্ভিসে ছিল
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে ইতিমিধ্যে রাফালে এসে পৌঁছেছে। ভারতের এই রাফালে খুব সহজেই এশিয়ার যেকোনো দেশের পঞ্চম প্রজন্মের বিমানকে টেক্কা দিতে পারে। যদিও অনেকে চীনের j 20 র মতো বিমান নিয়ে বেকার মাথা ব্যাথা করছে। তবে জানেন কি আজ থেকে প্রায় আট দশক আগে অর্থাৎ ৮৬ বছর আগে প্রথমে আকাশে উড়তে দেখা যায় রাফালেকে।
এটা Caudron C.430 Rafale। ফ্রেঞ্চ রেসিং Coupe Deutsch de la Meurthe ১৯৩৪সালে রেসিং বিমান হিসাবে প্রথম এই রাফাল তৈরি হয়। ২৩ ফুট লম্বা এই যুদ্ধবিমানে দুই সিটের ছিল।খালি অবস্থায় এর ওজন ছিল ৪৮০ কেজি তবে প্রায় ৩৪০ কেজি ওজন বহনে সক্ষম ছিল এই যুদ্ধবিমান। ৩০৫ কিমি/ঘণ্টা গতিবেগে উড়তে পারতো এই যুদ্ধবিমান। পাশাপাশি এর রেঞ্জ ছিল ১০০০ কিমি।