ড্রোন ধ্বংস করতে আমেরিকার ভয়ঙ্কর বন্দুক। দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ ভবিষ্যতের যুদ্ধ আসতে আসতে অনেকটাই রোবট ভিত্তিক হয়ে পড়ছে। অর্থাৎ ভবিষ্যতের যুদ্ধে আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল ব্যবহার করা হতে চলেছে। যা অত্যাধুনিক হওয়ার পাশাপাশি বিধ্বংসী ও বটে। তবে এই টেকনোলোজি মাঝে মধ্যেই চিন্তার কারন হয়ে দাঁড়ায়। কারন যখন এটি শত্রুপক্ষের দ্বারা ব্যবহার করা হয়, তখন এটি কোন দেশের তা জানার উপয়ায় থাকেনা। এবং এই টেকনোলোজি ব্যবহার করে অনেক গোপন মিশন চালানোর পাশাপাশি গোয়েন্দাগিরির ও কাজে ব্যবহার করা হয়। আর সেই কারনে এই ড্রোন গুলিকে ধ্বংস করতে নতুন এক অ্যান্টি ড্রোন রাইফেল সামনে নিয়ে এসেছে আমেরিকা।