অ্যামেরিকা

আমেরিকার কোন ভয়ঙ্কর মিসাইল কোনও দেশকেই বিক্রি করেনা জানেন? কি এমন কারন রয়েছে এর পেছনে?

নিউজ ডেস্কঃ আমেরিকার কাছে এমন বহু অস্ত্র আছে যা তারা পৃথিবীর কোন দেশকেই বিক্রি করেনা। কারন তাদের বিধ্বংসী অস্ত্র গুলি বাকি দেশের হাতে গেলে তাদের ই চিন্তার কারন হয়ে দাঁড়ায়, যেমন ইরানের কাছে বিক্রি করা অনেক যুদ্ধাস্ত্রই আমেরিকার বিরুদ্ধে ব্যবহার করেছে ইরান, এবং ভবিষ্যতেও ব্যবহার করবে। তবে যুদ্ধাস্ত্রের অনেক কম মানের ভার্সন বিদেশে তারা বিক্রি করে থাকে।এখন পর্যন্ত আমেরিকার সার্ভিসে থাকা লং রেঞ্জ বিভিআর (বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ মিসাইল) হল AIM-120D। বিধ্বংসী এই মিসাইলটি আমেরিকার আমেরিকার বায়ুসেনা এবং নৌসেনার কথা চিন্তা করেই তৈরি করা হয়েছিল ১৯৮০ র দিকে যা ১৯৯০ সালে সার্ভিসে আসে। এই মিসাইলটির রেঞ্জ ১৬০ কিমি হলেও এটি শব্দের ৪ গুন গতিতে হামলা করতে সক্ষম। এর এক একটি মিসাইলের দাম ৮.৫ কোটি টাকা।

মিসাইলের একাধিক ভ্যারিয়েন্ট রয়েছে তবে AIM-120D ভ্যারিয়েন্টটি আমেরিকা এখনও কার কাছে বিক্রি করেনি কিছু সুত্রের মতে একমাত্র ইসরায়েলের কাছে রয়েছে। এর ভ্যারিয়েন্ট গুলি AIM-120A, AIM-120B, AIM-120C, AIM-120C-4/5/6/7/8, AIM-120D।  তবে এই মিসাইলের উপর এখনও কাজ করছে আমেরিকা ২০২৫ নাগাদ AIM-120 D4 নতুন ভার্সন সার্ভিসে আসবে। পাশাপাশি আরও একটি ভার্সনের উপর কাজ করছে আমেরিকা যা ২০২২ এ সার্ভিসে এসছে এবং এর রেঞ্জ ২০০ কিমির একটু বেশি, যা আমেরিকার অন্যতম শক্তিশালী যুদ্ধবিমান এফ ৩৫ এ ব্যবহার করা হতে পারে।

Leave a Reply

Your email address will not be published.