রাশিয়া

আধা ঘণ্টাতেই কয়েক কোটি মানুষের প্রান কাড়তে পারে যে সাবমেরিন। পৃথিবীর ভয়ঙ্কর ৫টি পরমানু সাবমেরিন। দেখুন ভিডিও

নিউজ ডেস্কঃ রাশিয়া তাদের পরমাণু অস্ত্রের প্রায় বেশিরভাগ জলের তলায় রেখে দিয়েছে, অর্থাৎ তাদের তৈরি পরমাণু অস্ত্র গুলি কখন কিভাবে কোথায় হামলা করতে পারে? তা জানা এককথায় অসম্ভব। তবে শুধু রাশিয়া নয় পৃথিবীর এগিয়ে থাকা দেশ গুলির বেশিরভাগ পরমাণু অস্ত্র আজ জলার তলায়, রাশিয়ার থেকে শুরু করে আমেরিকা বা ফ্রান্সের বেশিরভাগ পরমাণু অস্ত্র জলের তলায় রয়েছে। অর্থাৎ এই অস্ত্র গুলি সাবমেরিনে মোতায়েন করা রয়েছে। এর প্রধান কারন হল সাবমেরিন গুলির খোঁজ না পাওয়া। অর্থাৎ কোনও সময় তারা কোথায় আক্রমণ করতে চলেছে। 

রাশিয়া, আমেরিকার মতো দেশ গুলি তাদের পরমাণু অস্ত্র গুলি এমন কিছু সাবমেরিনে মোতায়েন করে রেখেছে যে সাবমেরিন গুলি মাত্র ৩০ মিনিটে কয়েক কোটি মানুষের প্রান নিয়ে নিতে পারে। অর্থাৎ পৃথিবীতে এমন ৫ ক্লাসের সাবমেরিন রয়েছে যাদের মাত্র ৩০ মিনিত যথেষ্ট পুরো পৃথিবীর এক বিরাট অংশ ধ্বংস করে দিতে।

Leave a Reply

Your email address will not be published.