চীনের উপর নজরদারি চালাতে আমেরিকার কোন ক্লাসের বিমান রয়েছে ভারতীয় নৌবাহিনীতে?
নিউজ ডেস্কঃ চীনের সাবমেরিন গুলির উপর নজর রাখতে নৌবাহিনীর কাছে ইতিমধ্যে বেশ কিছু টেকনোলোজি হাতে রয়েছে। বিশেষ করে জলসীমাতে চীনের উপর নজর রাখতে একের পর এক পদক্ষেপ গ্রহন করছে ভারতবর্ষ। আর সেই কারনে আমেরিকার থেকে সাবমেরিন হান্টার ক্রয় করছে।
নৌবাহিনীর বাড়তি চাহিদার কথা মাথায় রেখে আরও ৬ টি সাবমেরিন হান্টার ক্রয় করতে চলেছে ভারতবর্ষ। আর এই চুক্তি সম্পন্ন হতে চলেছে ২০২২ সালে। মোট খরচ হবে ২.৪২ বিলিয়ন ডলার।
২০০৯ সালে ভারতের নৌসেনার জন্য প্রথম ৮ টি সাবমেরিন হান্টার আমেরিকার পি ০৮আই এর চুক্তি সম্পন্ন হয়েছিল। যা ছিল আমেরিকার আগেও অর্ডার করা প্রথম এক্সপোর্ট। এরপর আরও ৪ টি অর্ডার করা হয় ১.১ বিলিয়ন ডলারের মাধ্যমে। ইতিমধ্যে ভারতবর্ষের হাতে দুটি এসে পৌঁছেছে বাকি দুটি চলতি বছরের শেষ এসে পৌঁছাবে। আগামি বছর আরও ৬ এই সাবমেরিন হান্টারের চুক্তি সম্পন্ন হলে ভারতবর্ষের নৌবাহিনীর হাতে এর মোট সংখ্যা হবে ১৮, কিন্তু এর মোট চাহিদা ২৪ টি। তবে ভবিষ্যতে এই বিমান আর অর্ডার করা হবে কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। প্রথমে আমেরিকার হাতে ৯৮ টি পি ০৮ এ পসেইডন ছিল তবে আরও বেড়ে এর সংখ্যা হয়েছে ১২৮ টি।