চীনের থেকে আমেরিকাকে ভালো কেন বলা হয়?
আর্থিক দিক দিয়ে উন্নত দেশের কথা উঠলেই আমাদের সবার প্রথমে মাথায় আসে আমেরিকা যুক্তরাষ্ট্রের কথা। সেখানকার রাস্তাঘাট বাড়ি ঘর সবই বেশ উন্নত। কিন্তু তারপরেই যে দেশের কথা মাথায় আসে সেটি হল চীন। তবু যদি এই দুটি দেশের মধ্যে তুলনা করা হয় তাহলে দেখা যাবে আমেরিকা যুক্তরাষ্ট্র চীনের থেকে অনেক ভালো এবং তার পেছনে রয়েছে কিছু কারণ।
তাহলে দেখে নেওয়া যাক কি কি সেই কারণ-
মূলত দশটি কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রকে চীনের থেকে আলাদা করে।
- আমেরিকায় শ্রমের মজুরি বেশি ,কিন্ত চীনে শ্রমের মজুরি কম ।
- আমেরিকান বাড়িগুলো আয়তনে গড়ে ২,৭০০ বর্গ ফুট যেখানে গড় চাইনিজ বাড়ি ৬৪২ বর্গ ফুট।
- সামগ্রিকভাবে যে কোনো মানুষের আমেরিকার চেয়ে চীনে খুন হওয়ার সম্ভাবনা ৩% বেশি ।
- আমেরিকার থেকে চীনে যে কারোর ব্যক্তিগত তথ্য চুরি হওয়ার সম্ভাবনা বেশি ।
- চীনে কর্মকর্তারা 80% বেশি দুর্নীতিগ্রস্ত ।
- যে কোনো অপরাধের জন্য চীনে ফাঁসির সাজা পাওয়ার সম্ভাবনা বেশি ।
বিয়ে করে ধর্ষণ করাকে, চীনে কোনো অপরাধ বলে মনে করা হয় না।
- মার্কিন যুক্তরাষ্ট্রে 2 এর বেশি বাচ্চা থাকতে পারে কিন্তু চীনে সেটা প্রায় অসম্ভব ।
- চীনে বাক স্বাধীনতার ক্ষমতা, সংবাদপত্রের স্বাধীনতা, সমাবেশের স্বাধীনতা, জনগণের উচ্চ ক্ষমতার ভোট দেওয়ার ক্ষমতা সবকিছু সীমিত।
- যুক্তরাষ্ট্র প্রযুক্তিগতভাবে চীনের চেয়ে উন্নত ।