ভারত

ভারতবর্ষের ৩ টি সাবমেরিনই ৯৫ শতাংশ ভারতীয় টেকনোলোজি। বিদেশের উপর ভরসা কি কমছে?

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে একের পর এক প্রোজেক্টে আধুনিকীকরণের ইঙ্গিত স্পষ্ট। অর্থাৎ এখন সেভাবে ভারতবর্ষ সুফল দেখতে না পেলেও ভবিষ্যতে যে এর থেকে বিরাট একটা সুফল পাওয়া যাবে তা কার্যত স্পষ্ট। দেশের সামরিক ক্ষেত্রে একের পর এক প্রোজেক্ট আত্মনির্ভর প্রকল্পে তৈরি হচ্ছে। বিশেষ করে মেক ইন্ডিয়া ব্র্যান্ডের সাফল্য খুব তাড়াতাড়ি দেখা যাবে বলে আশা করা যেতেই পারে।

দেশীয় প্রযুক্তিতে তৈরি সাবমেরিন ভারতের নৌবাহিনীর হাতে আসবে, বিশেষ করে এক্ষেত্রে একটা কথা না বললেই নয় তাহল প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর জন্য দীর্ঘ ২০ বছর পর লাভবান হতে চলেছে ভারতবর্ষ। কনভেনশনান সাবমেরিন থেকে শুরু করে পরমাণু সাবমেরিন হাতে আসবে ভারতের নৌবাহিনীর।ভারতের হাতে আসতে চলা ৬ টি পরমাণু সাবমেরিনের প্রথম ৩ টি সাবমেরিন ৯৫ শতাংশ ভারতীয় হবে বলা সুত্রের খবর। অর্থাৎ দেশীয় প্রযুক্তি ৯৫ শতাংশ ক্ষেত্রে থাকতে চলেছে।

ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি ৫০০০০ কোটি টাকার অনুমোদন দিচ্ছে ৩ টি সাবমেরিন তৈরি করার জন্য যা বিশাখাপত্তনমে ডিআরডিও তৈরি করবে। এবং এই সাবমেরিনের এক একটির দাম হতে চলেছে প্রায় ২.২ বিলিয়ন ডলার। প্রথমে তিনটি সাবমেরিন সম্পূর্ণ তৈরি হওয়ার পর পরবর্তী তিনটি সাবমেরিন তৈরি করা হবে।

Leave a Reply

Your email address will not be published.