এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন দেশীয় যুদ্ধজাহাজে! জানুন বিস্তারিত
নিউজ ডেস্কঃ দেশীয় প্রযুক্তির তৈরি যুদ্ধজাহাজ হাতে পেয়েছে নৌবাহিনী। প্রথম দেশীয় যুদ্ধজাহাজ এতদিনে হাতে এসেছে নৌবাহিনীর। এতদিন ভারতের হাতে যুদ্ধজাহাজ থাকলেও তা রাশিয়া বা ইংল্যান্ডের থেকে ক্রয় করা ছিল।
ভারতের তৈরি প্রথম ৪০,০০০টনের এয়ারক্রাফট ক্যরিয়ার আইএনএস বিক্রান্ত এখন সার্ভিসে। যদিও এটি ২০২০সালের ডিসেম্ব্যারে শুরু হওয়ার কথা ছিল।
এই সময়ে জাহাজটির সমস্ত প্যরামিটার্স ঠিক ভাবে যাচাই করার পাশাপাশি ক্যরিয়ারের পারফর্মেন্সকেও পরীক্ষা করা শেষ। সাথে ক্রুরা একটি ছোট্ট দ্বিপের সমান ভারতের তৈরি বৃহত্তম জাহাজের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারবে বলে আশা করা যাচ্ছে। ৩০টি যুদ্ধবিমান, হেলিকপটারের সাথে বিক্রান্ত ৬৪টি বারাক-৮ স্যামকে(এয়ার টু সার্ফেস মিসাইল) বহন করবে। পাশাপাশি MF-STAR রেডার যা এর মূল ফায়ার কন্ট্রোল রেডার হিসাবে কাজ করবে।