ভারতীয় যুদ্ধবিমামে ইসরায়েলের হেলমেট। এমন সিদ্ধান্তের পেছনে কি কারন রয়েছে?
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে আসা রাফালে যে ফ্রান্সের হাতে থাকা রাফালের থেকে উন্নত এবং আধুনিক প্রযুক্তি থাকবে তা পরিষ্কার করা হয়েছিল। ভারতবর্ষের বায়ুসেনার হাতে রাফালের আশার পর শক্তি বৃদ্ধির পাশাপাশি চীন এবং পাকিস্তানের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে তা বলাই বাহুল্য। এবং একাধিক উন্নত মানের প্রযুক্তি থাকবে এই রাফালেতে।
ভারতীয় রাফাল RB-008 ! পাইলট ফ্রান্সের আর হেলমেট মাউন্টেড ডিসপ্লে হিসাবে ইজ্রাইলের বিখ্যাত Targo-2! ভারত ভিতরে ভিতরে এসব করলো শেষ পর্যন্ত? কারন Targo-2 ভারত না নিলে সিস্টেমে ইন্টিগ্রেট করতো না। Targo-2 ইসরায়েলের তথা বিশ্বের মধ্যে অন্যতম আধুনিক হেলমেট মাউন্টেড ডিসপ্লে। যা যুদ্ধক্ষেত্রে পাইলট বিরাট মানের সুবিধা দেবে।