পৃথিবীর প্রথম সারির ১০ টি যুদ্ধজাহাজ। দেখুন এক ঝলকে
নিউজ ডেস্কঃ পৃথিবীতে একাধিক দামি যুদ্ধজাহাজ রয়েছে। যা আক্রমণ শানানোর পাশাপাশি একাধিকভাবে পারদর্শী। যেকোনো সময় শত্রুপক্ষের চোখে ঘুম ওড়াতে পারে। তাদের পরক্রমনতাকে বেশ সমীহ করে বাকি দেশ গুলি। তবে সেই যুদ্ধজাহাজ কোনগুলি? তা কিন্তু অনেকেরই অজানা।