সাবমেরিনের অত্যাধুনিক মিসাইলের রেঞ্জ বৃদ্ধি
নিউজ ডেস্কঃ প্রচুর পরিমানে ভারতের হাতে সাবমেরিন আসতে চলেছে। বিশেষ করে চীনকে আটকাতে একাধিক পদক্ষেপ গ্রহন করেছে ভারতবর্ষ। জলপথে চীনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা অনেকটাই সোজা ভারতবর্ষের কাছে, আর সেই কারনে ভারতীয় নৌসেনাকে ঢেলে সাজানো হচ্ছে। ভারতের হাতে আসতে চলা সাবমেরিন গুলি যে চীনের মাথা ব্যাথার কারন হতে চলেছে তা বলাই বাহুল্য। কারন সাবমেরিনের মধ্যে অত্যাধুনিক মিসাইল গুলির রেঞ্জ বিরাটভাবে বাড়ানো হচ্ছে।
ভারতের হাতে প্রচুর পরিমানে পরমানু ক্ষমতা সম্পন্ন ব্যালেস্টিক মিসাইল আসছে।
আই এন এস আরঘাট। ভারতের দ্বিতীয় SSBN এই সাবমেরিন। এতে K-15 ও K-4 SLBM (সাবমেরিন লঞ্চড ব্যালেস্টিক মিসাইল) থাকবে। K-15 যার রেঞ্জ ১৫০০ কিমি এবং K-4 এর রেঞ্জ ৩৫০০ কিমি। তবে ইতিমধ্যে K-5 এর উপর কাজ চলছে যার অফিশিয়াল রেঞ্জ ৫০০০ কিমি। যা চীন এবং পাকিস্তানের মূল ভূমিতে আক্রমণ করতে যথেষ্ট শক্তিশালী।
অন্যদিকে ভারতবর্ষে আসতে চলা ৬ টি SSN সাবমেরিন প্রজেক্টে ফ্রান্স যৌথভাবে কাজ করতে চেয়েছে। এককথায় এই দশকের শেষে ভারতের বিরুদ্ধে কোন কাজ করা বা আঙ্গুল তুলতে গেলে বেশ ভাবনা চিন্তা করেই কাজ করতে হবে চীন এবং পাকিস্তানকে তা বলাই বাহুল্য।