রাশিয়ায় স্পেশাল ফোর্সদের কত গুলি ভাগ রয়েছে জানেন?
নিউজ ডেস্কঃ রাশিয়া যে পৃথিবীর অন্যতম শক্তিধর রাষ্ট্র তা আর নতুন করে কিছু বলার নেই। তাদের হাতে পৃথিবীর সবথেকে বেশি পরমানু অস্ত্র থাকার পাশাপাশি তাদের হাতে স্থলবাহিনী থেকে শুরু করে নৌসেনা বা বায়ুসেনা রয়েছে যা পৃথিবীর যেকোন দেশের পক্ষেই ভয়ানক।
তবে প্রতি দেশের মতো তাদেরও রয়েছে বিশেষ কিছু বাহিনি। অর্থাৎ স্পেশাল ফোর্স। আর ই বাহিনীকে বিশেষ কাজে ব্যবহার করে থাকে তারা। তাদের হাতে যে বিশেষ বাহিনী রয়েছে তাদের তিনটি ভাগ রয়েছে।
এয়ারবোন ফোর্স বা গ্রাউন্ডফোর্সের জন্য- ব্লু বেরেট।
নৌসেনা বা মেরিনার্সদের- ব্ল্যাক বেরেট।
জাতীয় সুরক্ষা- মারুন বেরেট।
তাদের ট্রেনিং এর জন্য রয়েছে বিশেষ কিছু ব্যবস্থা।