ভারত

চীন, পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষের নৌবাহিনী কতোটা ভয়ঙ্কর?

নিউজ ডেস্কঃ কিছুদিন আগেই বেশ কিছু মিগ ২৯ ইউ পি জি ভার্সন ক্রয় করা হয়েছে। আর সেই গুলিকে আপগ্রেড ও করা হয়েছে। আর আপগ্রেড করার পর সেগুলিকে একাধিক পঞ্চম প্রজন্মের বিমানের থেকেও ভয়ংকর ভাবা হচ্ছে। কারন বিশেষ কিছু টেকনোলোজি এই যুদ্ধবিমানে যোগ করার পর বিমানটি ভয়ংকর ঘাতক বিমানের রুপ নিয়েছে।

তবে বর্তমানে ভারতীয় নৌসেনার কাছে চল্লিশটি MIG-29K রয়েছে। এগুলির মধ্যে ১৮ টি আই এন এস বিক্রমাদিত্যর ডেকে রয়েছে। বাকি গুলির থেকে দশটিকে ভারতীয় নৌসেনার নর্দান সেক্টরে মোতায়েন করেছে।

একটা খুব ভালো ব্যাপার যে বায়ুসেনার জাগুয়ারকে এবার অ্যান্টি শীপ মিসাইলে আর্মড করা হয়েছে। পাশাপাশি নৌবাহিনীর MIG-29K কে এয়ার টু এয়ার মিসাইল এ অস্ত্র সজ্জা করে চীন সিমান্তের কাছে ফরোয়ার্ড বেস এ রাখা আছে।

Leave a Reply

Your email address will not be published.