হিমালয়ের মতো উঁচু স্থানে চীনকে নজরে রাখতে ছক ভারতবর্ষের
নিউজ ডেস্কঃ আমেরিকা থেকে একের পর এক অস্ত্রশস্ত্র ক্রয় করা শুরু করেছে ভারত। বিশেষ করে ভারত-চীন উত্তেজনার পর আরও বেশি করে আমেরিকান যুদ্ধাস্ত্র ক্রয় করছে ভারত। একাধিক সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে যুদ্ধবিমান ক্রয়ের কথা হলেও তা নিশ্চিত হয়নি কিছু। তবে আমেরিকা থেকে সাবমেরিন হান্টার ভারতের হাতে এসেছে।
আমেরিকার থেকে পি ৮১ নেপচুন ক্রয় করা হচ্ছে। ইতিমধ্যে ভারতের হাতে আছে এই বিমান। আরও বেশ কিছু যুদ্ধবিমান ভারতের হাতে আসতে চলেছে।
বর্তমানে এই এয়ারক্রাফট টি মোট সংখ্যা ৮ টি। খুব শীঘ্রই ১২ হলেও আরও ৬ টি টির কথা চলছে, আশা করা যায় খুব শীঘ্রই ভারতের হাতে আসবে। এই হান্টার গুলিকে P-8I গুলিকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লংরেঞ্জ ডেডিকেটেড সাবমেরিন হান্টার বলা হয়ে থাকে। এগুলিতে অ্যান্টি শীপ মিসাইল, টর্পেডো র মতো অস্ত্র সম্ভার রয়েছে। তাছাড়া এগুলিতে এমন সব সারভিল্যান্স গ্যাজেট রয়েছে যা শুধু সমুদ্র নয় পাশাপাশি হিমালয়ান অঞ্চলেও অপারেশন চালাতে সক্ষম।