অ্যামেরিকা

সমুদ্রের উপর থেকেও আক্রমণ করবে আমেরিকার কোন ব্যাটেল ট্যাংকার। দেখন ভিডিও

নিউজ ডেস্কঃ যুদ্ধাস্ত্র তৈরি করার ক্ষেত্রে যে আমেরিকার পৃথিবীর বাকি দেশ গুলির থেকে কয়েক কদম এগিয়ে চলে তা বলাই বাহুল্য। বাকি দেশ গুলি বর্তমানে যে ধরনের ব্যাটেল ট্যাংকার নিয়ে যুদ্ধের ময়দানে নামছে আমেরিকা তখন সেই একই ট্যাংকার একাধিক জায়গায় ব্যবহার করার কথা ভাবছে। রাশিয়া থেকে শুরু করে পৃথিবীর বহু দেশের হাতে ব্যাটেল ট্যাংকার গুলি জলে এবং স্থলে হামলা করতে সক্ষম হলেও আমেরিকার মতো এত বিরাট আকারে ট্যাংকার এখনও সার্ভিসে আনতে পারেনি পৃথিবীর কোন দেশই।

আমেরিকার তৈরি এই ট্যাংকারটি জল থেকে শুরু করে যুদ্ধের ময়দানে শত্রু পক্ষের ঘুম কেড়ে নিতে পারে যেকোনো মুহূর্তে। আসলে এই ব্যাটেল ট্যাংকার গুলির সাইজ সার্ভিসে থাকা ট্যাংকার গুলির থেকে অনেকটাই বড় মাপের।

Leave a Reply

Your email address will not be published.