ভারত

ভারতবর্ষের তেজাস মার্ক ২ কত হাজার কেজি যুদ্ধাস্ত্র নিয়ে আক্রমণ করে?

নিউজ ডেস্কঃ ভারতের বায়ুসেনা যে পৃথিবীর অন্যতম সেরা বায়ুসেনা হতে চলেছে তা একাধিকবার প্রমান হয়েছে। বিশেষ করে ভারতের হাতে দেশীয় টেকনোলোজি হাতে আসলে ভারত এক ধাক্কায় অনেকটা এগিয়ে যাবে। ভারতে যুদ্ধবিমান তৈরি হলে ডিফেন্সের জন্য আলাদা করে আবার রিসার্চের কাজও অনেকটা বৃদ্ধি পাবে।

তেজস মার্ক-১ ফাইনাল অপরেশান ক্লিয়ারেন্সের এর উড়ান সম্পন্ন হওয়ার পর ইতিমধ্যে ৮৩ তেজস মার্ক-১এ এর জন্য ডিফেন্স এ্যকুয়েশান কাউন্সিল অনুমোদন দিয়েছে। এবার আপডেট এলো তেজসের পরবর্তী ভার্সান MWF যা তেজস মার্ক-২ নামে পরিচিত ছিল।

প্রথম ফ্লাইট ২০২৩ সালে সম্পন্ন হবে।

ভারতীয় বিমানবাহিনীতে যুক্ত হবে ২০২৫-২৬ সালে।

বিভিআর মিসাইল হিসাবে থাকবে অস্ত্র-২ বিভিআর মিসাইল যার রেঞ্জ ১৫০-১৬০কিমি। ডুয়েল পাল্স মটর চালিত।

এসা রেডারের সাথে ১১টি হার্ড পয়েন্ট। বহন করার ক্ষমতা ৬,৫০০কেজি।

ইঞ্জিন জিই-৪১৪ ইঞ্জিন।

হাল MWF এর সাথে আপডেট এসেছে পঞ্চম প্রজন্মের আমকার।

প্রথম জনসমক্ষে আসবে ২০২৪সালে।

প্রথম ফ্লাইট ২০২৫সালে

ইন্ডাক্সন ২০৩০এর আগে

অর্থাৎ প্রতিটি প্রোজেক্টের কাজ কিন্তু শেডিউল অনুযায়ী এগোচ্ছে। ৮৩টি মার্ক-১এ ১১০কিমি অস্ত্র বিভিআর এর সাথে ২০২২-২৩ এর মধ্যে ভারতীয় বিমানবাহিনীতে যোগ হবে।

Leave a Reply

Your email address will not be published.