আমেরিকার সাবমেরিন প্লেন সম্পর্কে জানেন? দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বা ঠাণ্ডা যুদ্ধের সময় এমন কিছু টেকনোলজি সামনে নিয়ে আসা হয়েছিল যা অবাক করে দেওয়ার মতো। সত্যি কথা বলতে সেই সকল টেকনোলোজি যদি সামনে আসত তাহলে এতদিনে মানুশ হয়ত তৃতীয় বিশ্বযুদ্ধ দেখে নিত।
আমেরিকার হাতে সেই মুহূর্তে কি টেকনোলোজি ছিল বা হিটলারের কাছে ভয়ঙ্কর যুদ্ধাস্ত্র ছিল তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সেই সম্পর্কে যা কিছু তথ্য সামনে এসেছে তা অবাক করে দেওয়ার মতো। ঠিক তেমনই কিছু সুত্রের মতে আমেরিকার কাছে এমন বিমান ছিল যা জলের মধ্যে সাবমেরিন খোঁজার পাশাপাশি তার বিরুদ্ধে আক্রমন পর্যন্ত করতে সক্ষম ছিল।