অ্যামেরিকা

আমেরিকার পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কতোটা ভয়ঙ্কর? রইল ভিডিও

নিউজ ডেস্কঃ  সার্ভিসে থাকা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান শুধু আমেরিকার হাতেই এখন পর্যন্ত আছে। ১৯৯৭ সালে প্রথমবার আকাশে দেখা গেলেও ২০০৫ সালে আমেরিকার হাতে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান আসে।তারপর একদশক পর্যন্ত কোন দেশই এই পঞ্চম প্রজমের যুদ্ধবিমান তৈরি করতে পারেনি। এখন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে অনেক দেশ কাজ করলেও কোনও দেশের হাতেই এই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নেই।

এফ ২২ র‍্যাপ্টর। আমেরিকা এবং বিশ্বের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। ১৮৭ টি যুদ্ধবিমান এখন পর্যন্ত সার্ভিসে থাকলেও ২০১১ সালেই এই যুদ্ধবিমান তৈরির প্রডাকশান লাইন আপ বন্ধ হয়ে যায়। আমেরিকা এখনও পর্যন্ত কোন দেশকেই এই অত্যাধুনিক বিদ্ধংসি যুদ্ধবিমান বিক্রি করেনি। তবে ইসরায়েলকে এই যুদ্ধবিমান দেওয়া হবে বলে জানানো হয়েছে।

যুদ্ধবিমানটি বিশেষভাবে রেডারকে ফাকি দিতে সক্ষম। আমেরিকার দেওয়া তথ্য অনুযায়ী যুদ্ধবিমানটি ১৮০০০ কেজির উপর যুদ্ধাস্ত্র বহনে সক্ষম। পাশাপাশি ২৪০০কিমি/ঘণ্টার গতিবেগে ৬৫০০০ ফুট থেকে হামকা চালাতে সক্ষম।

পৃথিবীর প্রথম দেশ হিসাবে ইসরায়েলকে এই যুদ্ধবিমান বিক্রি করছে আমেরিকা। ফলে পার্শ্ববর্তী বেশ কিছু দেশ যে এবার চাপে থাকবে তা বলাই বাহুল্য।

Leave a Reply

Your email address will not be published.