ভারতীয় যুদ্ধজাহাজ আই এন এস ভিক্রামাদিত্যে কিভাবে যুদ্ধবিমান ল্যান্ড করে। রইল ভিডিও
নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে কিছু মাসের মধ্যে দেশীয় প্রযুক্তির তৈরি যুদ্ধজাহাজ আসতে চলেছে। আই এন এস ভিক্রান্ত। ভারতবর্ষের তৈরি প্রথম যুদ্ধজাহাজ। আর এই যুদ্ধজাহাজে দেশীয় প্রযুক্তির তৈরি যুদ্ধবিমান রাখা হবে বলে ভাবা হচ্ছে। তবে এই যুদ্ধবিমান গুলি আসতে বেশ কিছুটা সময় লাগবে। তার আগে কিছু যুদ্ধবিমান ক্রয় করতে হতে পারে বিদেশ থেকে। আমেরিকা, ফ্রান্স সুইডেনের পাশাপাশি রাশিয়ার মতো বেশ কিছু দেশ রয়েছে যাদের থেকে যুদ্ধবিমান ক্রয় করা হতে পারে। তবে রাশিয়ার থেকে যুদ্ধবিমান ক্রয় করলে কিছুটা সুবিধা হতে পারে নৌসেনার।
কারন রাশিয়ার মিগ ২৯ এই মুহূর্তে ব্যবহার করছে নৌবাহিনী আই এন এস ভিক্রামাদিত্যের জন্য। তাই জন্য এই যুদ্ধবিমান ক্রয় করলে তা অপারেট করা অনেকটা সুবিধা হবে নৌবাহিনীর পক্ষে। যুদ্ধবিমানটির সব টেকনোলোজি নৌবাহিনীর জানা। আর সেই কারনে এই যুদ্ধবিমান ক্রয় করা ভালো অপশান হতে পারে।