ভারত

কেন ভয় শত্রুদেশের ঘুম ওড়াতে পারে ব্রহ্মস!!

নিউজ ডেস্কঃ রাশিয়াকে ব্রহ্মস মিসাইল তৈরি করে ভারত। এবং মিসাইল যে ভয়ংকর এবং বিধ্বংসী হবে তা অনেক আগেই বলেছিলেন ডিফেন্স বিশেষজ্ঞেরা। ঠিক সেইমত ব্রহ্মস বর্তমানে চীন এবং পাকিস্তানের চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি সুখই সু ৩০ র মতো বিমানে এই মিসাইল লাগানোর পর চীন এবং পাকিস্তানের চিন্তা আরও বেড়েছে।

ইন্দো-চীন সীমান্তে ভারত ব্রাহ্মস সুপার সনিক ক্রুজ মিসাইল মোতায়েন করে রেখেছে।  যা নিয়ে চীনের পিপলস লিবারেশন আর্মি তীব্র অভিযোগ জানিয়েছিল। চীনের দাবি ভারতের এই পদক্ষেপ তাদের তিব্বত ও ইউনান প্রদেশের জন্য হুমকি। পাশাপাশি তারা এও জানিয়েছে যে ভারতের এই পদক্ষেপ চীন ও ভারতের সম্পর্ক আরো খারাপ করবে এবং এইসকল এলাকায় প্রতিযোগীতা বৃদ্ধি করবে। এই মূহুর্তে ব্রাহ্মস এরোস্পেশ প্রতিবছর ৪০০ টি করে ব্রাহ্মস মিসাইল তৈরি করতে সক্ষম।

Leave a Reply

Your email address will not be published.