ভারত

দেশীয় এয়ার ডিফেন্স সিস্টেম রপ্তানি করছে ভারতবর্ষ! জানুন বিস্তারিত

নিউজ ডেস্কঃ চীনের সাথে সংঘর্ষের পর একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে সেনাবাহিনী। এতো দ্রুত সিদ্ধান্ত এবং কাজ আগে সেভাবে দেখা যায়নি। ভারতের সামরিক ক্ষেত্রে উন্নতি চোখে পরার মতো। একাধিক যুদ্ধবিমান থেকে শুরু করে যুদ্ধজাহাজ এবং সাবমেরিন হাতে পেতে চলেছে সেনাবাহিনী। পাশাপাশি যুদ্ধাস্ত্র তৈরি থেকে শুরু করে বিদেশে রপ্তানির ব্যাপারে এক বিরাট পদক্ষেপ নিতে চলেছে ভারতবর্ষ।

আকাশ এয়ার ডিফেন্সের এক্সপোর্ট ভার্সান রপ্তানির অনুমোদন দিল ক্যবিনেট কমিটি অন সিকিউরিটি। প্রতিরক্ষামন্ত্রী এই কথা জানান। তিনি আরও বলেন যে ভারতের তৈরি আরও যুদ্ধাস্ত্র রপ্তানির অনুমোদন দ্রুত দেওয়ার জন্য একটা নতুন কমিটি গঠন করা হয়েছে।

আকাশ এয়ার ডিফেন্স যা ভারত ব্যবহার করে তার চেয়ে ডাউন গ্রেডেড ভার্সানকে রপ্তানি করা হবে বলে সূত্রের খবর। যদিও এই ধরনের ভার্সনকেই এক্সপোর্ট ভার্সান বলা হয়ে থাকে। আকাশ সিস্টেম ভারতের তৈরি প্রথম এয়ার ডিফেন্স যা ব্যপক সংখ্যা সেনা ও বিমানবাহিনীতে সার্ভিসে আছে। আকাশ সিস্টেম ৯৬শতাংশ দেশীয় প্রযুক্তিতে তৈরি। তাই এটা ভারত সহজেই বিনা বাধাতে রপ্তানি করতে পারবে। ভারত ২০২৫ সালের মধ্যে ডিফেন্স এক্সপোর্ট বৃদ্ধি করতে চলেছে বলে মত একাধিক সামরিক বিশেষজ্ঞদের। তাই দ্রুত রপ্তানিতে অনুমোদন পাওয়া ভারতীয় অস্ত্র রপ্তানির পক্ষে লাভজনক হবে বলে মনে করছে একাধিক মহল।

Leave a Reply

Your email address will not be published.