রাশিয়া

ইউক্রেন রাশিয়ার যুদ্ধের মধ্যেও সামরিক উন্নতি হচ্ছে

নিউজ ডেস্কঃ ইউক্রেন রাশিয়া ঝামেলা নিয়ে ইতিমধ্যে মধ্য প্রাচ্য থেকে শুরু করে ইউরোপ বা এশিয়ার একাধিক দেশের রাজনীতি বেশ সরগরম। তবে এর মধ্যেই বেশ ভাল খবর আসছে ভারতবর্ষের জন্য।

ইউক্রেন রাশিয়ার মধ্যে ঝামেলা চললেও প্রযুক্তির দিক থেকে ভারত পৃথিবীর তাবর তাবর দেশ গুলোকে চ্যলেঞ্জ দিয়ে ১০০কিমি দূরত্বে কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশানের মাধ্যমে লিংক স্থাপন করা হয়েছে। যা বিরাট সাফল্য ভারতবর্ষের জন্য। এই ধরনের লিংক এর মাধ্যমে ডাটা ট্রান্সফার করা অত্যন্ত সেফ এবং সিকিউর। একে হ্যক করা ভার্চুয়ালি অসম্ভব। এই লিংক তৈর করেছে দিল্লী আইআইটি ও ডিআরডিও এর বিজ্ঞানীরা। ভবিষ্যত প্রজন্মের কমিউকিশেনা ও ডাটা ট্রান্সফার লিংক(যোগাযোগ) এর জন্য বিরাট বড় পদক্ষেপ গ্রহন করবে।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজ ও বিন্ধাচলের মধ্যে। আর এটা হয়েছে কমার্শিয়াল গ্রেড অপ্টিক্যল ফাইবার ব্যবহার দ্বারা যা সহজেই উপলব্ধ বাজারে। এই ধরনের মিলিটারি জ্রেড সিকিওর কমিউনিকেশান দলীয় প্রযুক্তিতে উন্নয়ন করা ভারতের এক বিরাট সাফল্য। এগুলোর প্যরামমিটার সম্পূর্ন আন্তর্জাতিক স্ট্যন্ডার্ড বজায় রেখে করা হয়েছে । ১০কিলোহার্ৎজের রেটে কি ট্রান্সফার সম্ভব হয়েছে। এটা এই দশকের সেরা উন্নয়ন। যদিও ধাপে ধাপে এটাকে আরও উন্নত করা হবে আরও দূরবর্তী লিংক স্থাপনের জন্য।

Leave a Reply

Your email address will not be published.