ভারত

২৬০০কিমি প্রতি ঘন্টার গতি। ভারতবর্ষের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ৬ টি বিশেষ বৈশিষ্ট্য

নিউজ ডেস্কঃ কিছুদিনের মধ্যেই ভারতবর্ষের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের টেকনোলোজি তৈরি হওয়া শুরু হবে দেশের মাটিতেই। আর সেই কারনে একাধিক দেশের কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হচ্ছে দেশ। তবে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান নিয়ে একাধিক আপডেট রয়েছে। 

মার্ক-২ আমকা ৯০শতাংশ দেশীয় কন্টেন্ট।

২৬০০কিমি প্রতি ঘন্টার গতি। ম্যাক ২.১৫।

কম্ব্যট রেডিয়াস ১৬২০কিমি

১০বছরের আডার তৈরি রোড ম্যপে ৫টি প্রোটোটাইপ তৈরি হবে ফ্লাইট টেস্টিং এর জন্য।

প্রতিটি প্রোটোটাইপের খরচ ২৯০০কোটি খরচ।

সিরিজ প্রোডাক্সানের দাম ৫০-৬০শতাংশ কম হবে প্রোটোটাইপের চেয়ে।

মার্ক-১ আমকায় ৭০শতাংশ দেশীয় কন্টেন্ট।

রোল আউট ২০২৬ এর দিকে হবে।ডেভেলপমেন্ট খরচ ১৫,০০০কোটি। এফ-৩৬/২২ এর ৯শতাংশ।

Leave a Reply

Your email address will not be published.