ভারত

জহরলাল নেহেরুর জন্য কলকাতার পাশে কোন দ্বীপ থেকে চীন গোয়েন্দাগিরি করছে?

নিউজ ডেস্কঃ প্রাক্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু দেশের অনেক স্থান এবং ভারতবর্ষের জন্য এমন কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন যা দেশের অভ্যন্তরীণ সমস্যার পাশাপাশি দেশের শত্রুদের জন্য সুবিধা করে দিয়ে গেছে। আর সেই কারনে আজও ভারতবর্ষকে প্রচুর সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

অনেকেই জানে না যে বঙ্গোপসাগরে কোলকাতার মোটামোটি পাশেই কিছু দ্বীপ রয়েছে যাকে কোকো আইল্যান্ড বলা হয়। আর এই কোকো আইল্যান্ড বর্তমানে সামরিক দিক থেকে খুবই গুরুত্বপুর্ণ হয়ে উঠেছে।

কিছু সূত্রের মতে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই কোকো আইল্যান্ড কে বেকার ভেবে ব্রিটিশাস কে দিয়েছে। পরে ব্রিটিশাস এই আইল্যান্ড টি বার্মা কে দিয়েছে এখন আবার বার্মা এই কোকো আইল্যান্ড কে 1994 সালে ভারতের প্রধান শএু চিন কে লিজে দিয়ে রেখেছে। এখন চিন এই কোকো আইল্যান্ড থেকে ভারতের ওপর খবরদারী করে বেড়াচ্ছে।

ভারতে বঙ্গোপসাগরে যত মিসাইল পরীক্ষা করছে সব গুলির ওপর চিন সহজেই নজর রাখতে পারছে, আর কোকো আইল্যান্ড আন্দামান এবং নিকোবার দ্বীপপুঞ্জের খুব কাছেই অবস্থিত।

Leave a Reply

Your email address will not be published.