ভারত

চীন সীমান্তে হাইস্পিড ইন্টারনেট পরিষেবা দেবে মোদী সরকার!

নিউজ ডেস্কঃ ভারত, চীন বর্ডার গুলিতে যে উন্নয়ন হবে তা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। বিশেষ করে তাড়াতাড়ি যাতে সেখানে পৌঁছানো যায় অর্থাৎ যোগাযোগ ব্যস্থা উন্নয়নের জন্য বিশেষ নজর দেওয়া হয়েছে।

লাদাখ চীনের সাথে ভারতের “লাইন অফ এ্যক্চুয়াল কন্ট্রোল” বা এলএসি বরাবর প্রত্যন্ত গ্রাম্য অঞ্চল ও বর্ডার সংলগ্ন গুরূত্বপূর্ন এলাকা গুলিতে ইসরোর স্যটেলাইট বেসড হাই স্পিড ইন্টার্নেট ব্যবস্থা শুরু করা হবে। ইসরোর একাধিক স্যটেলাইটের মাধ্যমে এই অঞ্চল গুলিতে ব্রড ব্যন্ড সার্ভিস দিতে একযোগে কাজ করবে Bharat Broadband Nigam (BBNL) এবং Telecommunications Consultants India (TCIL)।

মোট ৫০০০গ্রামকে প্রথমে স্যটেলাইট লিংক দেওয়া হবে। তারপর ২৫০০০০গ্রামকে প্রধানমন্ত্রীর ডিজিটাল ইন্ডিয়ার অধীনে ব্রডব্যন্ডের আওতায় আনা হবে। এর ফলে ভারত চীন সীমান্তের এই অঞ্চল গুলিতে ভারতের কানেক্টিভিটি বৃদ্ধি পাবে। যা সার্ভেইল্যন্সে সেনা ও বিমানবাহিনীর বড় সুবিধার জায়গা তৈরি করে দেবে।

Leave a Reply

Your email address will not be published.