ভারত

ফ্রান্সের সাথে রাশিয়ার ঝামেলা নিয়ে ভবিষ্যতে ভারত বিরাট সমস্যার সম্মুখীন হতে পারে

নিউজ ডেস্কঃ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে দুটি দেশের ক্ষতি হলেও প্রচুর পরিমানে চাপ বেড়েছে গোটা বিশ্বের। আসলে এই দুটি দেশের যুদ্ধের ফলে গোটা ইউরোপ জুরে বিরাট প্রভাব পরেছে। তবে সবথেকে বেশি প্রভাব পরতে পারে ভারতবর্ষে। এখনও পর্যন্ত প্রভাব না পরলেও ভবিষ্যতে বিরাটভাবে এর প্রভাব পরবে। আর তার প্রধান কারন হল আন্তর্জাতিক রাজনীতি।

একদিকে ৭০শতাংশের অস্ত্র ভারতের রাশিয়ান। এস-৪০০ এর চুক্তির পর আগামী ২০বছর ভারত রাশিয়ার বিরুদ্ধে যেতে পারবে না। কারন রাশিয়ার থেকে প্রচুর পরিমানে এর রক্ষণাবেক্ষণের জন্য পার্টস ক্রয় করতে হবে। পাশাপাশি সুখোই এর রক্ষণাবেক্ষণের জন্য ও ব্রাহ্মোসের জন্য রাশিয়ান স্পেয়ার পার্টস লাগবেই। আবার রুশ অস্ত্রের জন্য পশ্চিমা দেশের চাপ। নিষেধাজ্ঞার ভয়। ফ্রান্সের সাথেও রাশিয়ার ঝামেলা বেড়েছে ভীষণভাবে। ভবিষ্যতে ভারতকে বিরাট সমস্যার সম্মুখীন হতে হবে বলে মনে হচ্ছে।

কি কি বিষয় নিয়ে চিন্তা করতে হবে ভারতবর্ষকে?

এস-৪০০ এর পেমেন্ট এবং ডেলিভারি

চক্র-৩ সাবমেরিন। যেটা সম্ভবত ডেড প্রোজেক্ট হয়ে যেতে পারে। কারন এই সাবমেরিন আর হয়ত রাশিয়ার থেকে ক্রয় করা বা লিজ নেওয়া সম্ভব হবেনা ভারতবর্ষের।

৪টি তলোয়ার ক্লাসের ইঞ্জিন। এগুলো ইউক্রেনের থেকে নেওয়ার কথা ছিল।

তবে ব্রাহ্মোস নিয়ে কি হবে সেটা একটা বড় প্রশ্নের মুখে রয়েছে। ব্রাহ্মোস নিয়ে কোনোরকম আপস করতে নারাজ ভারতবর্ষ। আগামীদিনে ভারতবর্ষের কূটনীতিকদের উপর বিরাট চাপ পরতে চলেছে। দেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আর আত্মনির্ভর হওয়ার জন্য এক গুচ্ছ পদক্ষেপ প্রয়োজন। বিশেষ করে বিমানবাহিনীর।

Leave a Reply

Your email address will not be published.