ভারত

ভারতীয় যুদ্ধবিমানে ভয়ঙ্কর বোমা মোতায়েন? কোন ক্লাসের যুদ্ধবিমান?

নিউজ ডেস্কঃ ভারতবর্ষের হাতে থাকা ফ্রান্সের যুদ্ধবিমান গুলি যে কোনও সময় শত্রুপক্ষের ঘুম ওড়াতে পারে। ইতিমধ্যে একাধিক বার তা টের পেয়েছে পাকিস্তান। আর সেই কারনে ফ্রান্সের যুদ্ধাস্ত্র গুলিকে বেশ সমীহ করে চলে পৃথিবীর বহু দেশ। ভারতের হাতে বহু দশক ধরেই তাই ফ্রান্সের বিভিন্ন যুদ্ধবিমান ব্যবহার করেছে, অর্থাৎ ফ্রান্সের সাথে কয়েক দশকের সম্পর্ক ভারতের। আর সেই কারনে কিছুটা হলেও চীন এবং পাকিস্তান এখন ফ্রান্সের সাথে বুঝেই সম্পর্ক তৈরি করছে। ইতিমধ্যে পাকিস্তানের গা ঘেঁষে পেশি শক্তির ঝলক দেখিয়েছে ফ্রান্স এবং ভারত। কিছুটা হলেও পাকিস্তান যে চিন্তিত তা ইতিমধ্যে প্রকাশ পেয়েছে একধিক সামরিক বিশেষজ্ঞদের কথায়। বায়ুসেনার একাধিক যুদ্ধবিমানকে ভালোরকমের আপগ্রেড করে দিচ্ছে ফ্রান্স। ভারতের হাতে থাকা ফ্রান্সের মিরাজ ২০০০ কে সারজিক্যাল স্ট্রাইকে ব্যবহার করা হয়েছিল। এবার সেই মিরাজকেই আরও বিধ্বংসী রুপে দেখা গেল।

ভারতীয় বিমানবাহিনীর একটি ফুল লোডেড Mirage-2000 I ফাইটার জেট। এর নয়টি হার্ড পয়েন্টে দেখা যাচ্ছে :–

পাঁচটি MICA RF এয়ার টু এয়ার মিসাইল(বায়ু থেকে বায়ুতে হামলা করার জন্য)

দুটি SPICE-2000 স্মার্ট এয়ার টু গ্রাউন্ড বম্ব(আকাশ থেকে ভুমিতে হামলা করতে)

একটি লাইটেনিং টার্গেটিং পড

একটি ফুয়েল পড

সচরাচর এভাবে যুদ্ধাস্ত্র নিয়ে ভারতীয় যুদ্ধবিমান গুলিকে দেখা যায় না। তবে কেন ঠিক এরকম অবস্থায় রয়েছে সেই বিষয়ে কিছু জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published.