ভারত

বায়ুসেনার ট্রেনিং এর জন্য দেশীয় যুদ্ধবিমানেই আস্থা

নিউজ ডেস্কঃ তেজাসের হাতে পাওয়ার পর ভারতবর্ষের বায়ুসেনার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে তা বলাই বাহুল্য। কারন মিগ ২১ এর মতো যুদ্ধবিমান গুলিকে অবসর করে তার জায়গায় এই যুদ্ধবিমানকে সার্ভিসে নিয়ে আসা হচ্ছে। তবে বিরাট পরিমানে যে এই যুদ্ধবিমান ভারতের বায়ুসেনার হাতে থাকতে চলেছে তাও পরিষ্কার। আর সেই কারনে তেজাসের বিভিন্ন ভার্সনের ট্রেনার বিমান ও তৈরি করা হচ্ছে।

ভারতীয় বায়ুসেনার জন্য ইতিমধ্যে ৭৩ টি মার্ক ১ এবং ১০ টি মার্ক ১ ট্রেনার খুব শীঘ্রই হাতে আসতে চলেছে। মোট ৮৩ টি এই যুদ্ধবিমান হাতে আসার কথা তবে ট্রেনার বিমান গুলি হাতে সবার আগে আসবে আর সেই কারনে এই বিমান গুলি আগামি ২০২২-২৩ অর্থ বছরে প্রডাকশান শুরু হতে চলেছে। বলে রাখা ভালো যে এর আগে ৪০টি মার্ক-১ এর মধ্যেও ৮টি মার্ক-১ ট্রেনারের অর্ডার রয়েছে। অর্থাৎ মোট (৪০+৮৩টি) ১২৩ টি যুদ্ধবিমানের মধ্যে ১৮টি তেজস মার্ক-১ ট্রেনার তৈরি করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published.