আমেরিকার সাবমেরিনের ভেতরটা জাঁকজমক পূর্ণ। দেখলে অবাক হবেন। দেখুন ভিডিও
নিউজ ডেস্কঃ আধুনিক যুদ্ধে এক বিরাট ভুমিকা পালন করতে চলেছে সাবমেরিন। কারন জলের বহু গভীরে চুপ করে বসে থাকা সাবমেরিন গুলির খোঁজ পাওয়া বেশ মুশকিল। আর সেই কারনে পৃথিবীর বহু দেশ এখন অত্যাধুনিক সাবমেরিন তৈরি করার জন্য উঠে পরে লেগেছে। বিশেষ করে পৃথিবীর প্রথম সারির দেশ গুলির। আগামি কিছু বছরের মধ্যে প্রতিটি দেশ তাদের পরমাণু অস্ত্রের এক বিরাট সম্ভার সাবমেরিনের মধ্যে রাখতে চাইছে। ইতিমধ্যে আমেরিকা এবং রাশিয়ার মতো দেশ তাদের পরমাণু অস্ত্রের সব সম্ভার সাবমেরিনের মধ্যে রেখেছে। তবে কখন কি ভেবে দেখেছেন? যে সাবমেরিনের ভেতরে থাকা মানুষ গুলির জীবনযাত্রা কেমন হয়? বা ধরুন এতো গুলি মানুষ সাবমেরিনের ভেতর এতো মাস ধরে যে থাকে তাদের জীবনযাত্রা কিভাবে হয়? বা কিভাবে খাওয়াদাওয়া করে থাকে?
আসলে বড় বড় সাবমেরিন গুলির ভেতরে বিরাট রান্না ঘর থেকে শুরু করে আমোদপ্রমোদের এক বিরাট জায়গা রয়েছে। যা অনেকেরই অজানা। বিশেষ করে আমেরিকার সাবমেরিন গুলির ভেতরে রান্না ঘর বা খাওয়ার জায়গা দেখলে কেউ পাঁচ তারা হোটেলের কম বলবে না। সেখানে খাওয়াদাওয়ার এক বিরাট স্থান রয়েছে। প্রচুর মানুষের খাওয়ার আয়োজন হচ্ছে সেখানে প্রতিদিন।