রাশিয়া এবং আমেরিকার যুদ্ধবিমান নিয়ে কেন সমস্যায় রয়েছে ভারতবর্ষ?
নিউজ ডেস্কঃ মিসাইল ম্যান অর্থাৎ আবদুল কালাম। যখনই মানুষটির নাম আসে তখন ভারতবর্ষের প্রতিটি মানুষের হৃদয়ে গর্ব এবং সাহস দেখা যায়। তিনি ভারতবর্ষের সামরিক উন্নতিতে যা করেছেন তা হয়ত যতটা বলা হবে ততটাই কম। দেশীয় এয়ার টু এয়ার মিসাইল প্রকল্প প্রথম থেকেই ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞ রা নজর দেন নি বা এটা তাদের দরকার ছিল না কোনদিন।
ইন্ডিয়ান গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাI GMDP প্রকল্প যা নমস্য শ্রী এ পি জে আব্দুল কালাম ৮০ এর দশকে শুরু করেন। শুরু থেকেই জোর দেওয়া হয়েছে ভূমি থেকে ভূমি বা আকাশ থেকে ভূমি মিসাইল প্রকল্প গুলোর উপর। আর সেই কারনে Sam(সার্ফেস টু এয়ার অর্থাৎ ভুমি থেকে আকাশে) এর উপর বেশি নির্ভরশীল একাধিক দেশ। তবে ভারতবর্ষ এখনও বিদেশী রাষ্ট্র গুলোর উপর নির্ভরশীল। রাশিয়া ফ্রান্স বা বর্তমানে ইসরায়েলের এর উপর। কিন্তু এর বিপজ্জনক দিক এরা এই মিসাইল গুলোর ব্যাবহারের বিভিন্ন সমস্যা আছে, যেমন ক্রস country প্লাটফর্ম মানে এদের বিভিন্ন বিমানে ইনস্টল সমস্যা আছে কারণ কোন দেশ তাদের মিসাইল সোর্স দেয় না আর ভারতবর্ষকে রেডিমেড মিসাইল ক্রয় করতে হয়। দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাস ছাড়া সব বিমান বিদেশি এক্ষেত্রে রাজনৈতিক সমস্যা। সেই কারনে ইসরায়েল বা ইউরোপের মিসাইল, রাশিয়ান বিমানে আবার ইউরোপের বিমানে রাশিয়ান মিসাইল ইনস্টল অনুমোদন রাষ্ট্র গুলো দেয় না।